আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৫ ১৮:১১

সিবিআই কেন্দ্রের গোলাম: কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
সিবিআই কেন্দ্রের গোলাম: কেজরিওয়াল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষপূর্ন মন্তব্যের পর এবার সিবিআইকে কেন্দ্রের গোলাম বলেছেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক টুইটবার্তায় তিনি এই মন্তব্য করেন।

এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, দিল্লি ক্রিকেটে দুর্ণীতি সম্পর্কীত একটি ফাইলের সন্ধানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেজরিওয়ালের অফিসে হানা দেয়। অতীতে যা নিয়ে অর্থমন্ত্রী অরুন জেটলি মাথা ঘামিয়েছিলেন। এ বিষয়ে আমআদমি পার্টির নেতা কেজরিওয়াল তার টুইটবার্তায় জানায়, তারা ফাইলটি পড়েছে কিন্তু সংবাদ সম্মেলন করার প্রেক্ষিতে তারা কিছু ফাইল নিয়ে চলে যায়। এ ফাইলের প্রতি জেটলির অতি আগ্রহ নিয়েও খোঁচা দেন তিনি। সিবিআই সম্পর্কে তিনি বলেন, আমরা একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা চাই কোন আজ্ঞাবহ সংস্থা নয়।

জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত একাধারে ১৩ বছর দিল্লি ক্রিকেট বডির চেয়ারম্যান ছিলেন অরুণ জেটলি। এসময় সংঘটিত ব্যাপক দুর্ণীতির জন্য অরুণকে দায়ী করে আমআদমি পার্টি। তবে, এসব অভিযোগ অস্বীকার করে তিনি এ ঘটনাকে আবর্জনা বলে উল্লেখ করেন এবং এ বিষয়ে কোন মন্তব্য করতে অপারগতা জানান।

বিডিটাইমস/পিএম

সংশ্লিষ্ট সংবাদ

উপরে