আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৩৯
এবার ‘বায়ু ত্যাগ’ হবে আনন্দময়, সুগন্ধী ছড়াবে বাতাসে, এসেছে নতুন পিল
বিডিটাইমস ডেস্ক

এন্টি সেলফি পিল, জন্মবিরতিকরন পিল, ইচ্ছে মত স্বপ্ন দেখা পিল সহ আরও অনেক পিলের নাম শুনেছেন। কিন্তু বায়ু ত্যাগে সুগন্ধী ছড়ানোর পিলের কথা নিশ্চই আগে কখনো শুনেনি।এবার বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বায়ু ত্যাগে সুগন্ধী ছড়ানোর নতুন পিল।চলুন ভিডিওতে দেখে নেই কিভবে বায়ু ত্যাগে সুগন্ধ ছড়াবে এই পিল।
বিডিটাইমস৩৬৫.কম/আকাশ
