মোবাইলেই করতে পারবেন স্টিং অপারেশন

তৃণমূলের একের পর এক বড় বড় নেতা-মন্ত্রীরা ঘুষ-কাণ্ডে অভিযুক্ত। তাঁদের টাকার বান্ডিল নেওয়ার ছবি ফাঁস করে সংবাদ শিরোনাম হয়েছে পত্রিকায় অথবা টিভিতে। অন্যায় রুখতে আপনিও সেই কাজ করতে পারেন। তবে তার জন্য এখন আর স্পাই ক্যামরা কেনার দরকার নেই। আপনার স্মার্টফোনকেই বানিয়ে ফেলুন স্পাই ক্যামরা।
স্টিং অপারেশন চালানো যায় এমন বেশ কিছু অ্যাপ বাজারে রয়েছে। আপনি গুগ্ল প্লে স্টোরে গিয়ে সার্চ করতেই পারেন। এখানে রইল কয়েকটি উল্লেখযোগ্য অ্যাপের নাম।
১. সিক্রেট ক্যামেরা
২. সাইলেন্ট ক্যামেরা
৩. সুপার স্পাই ক্যামেরা প্লাস
৪. মোবাইল হিডেন ক্যামেরা
৫. সিক্রেট ভিডিও রেকর্ডার
৬. হিডেন স্পাই ক্যামেরা
৭. স্পাই ক্যামেরা (এইচডি)
৮. স্পাই সিক্রেট ভিডিও ক্যামেরা
গুগ্ল স্টোরে থেকে এই ধরনের অ্যাপগুলি ডাউনলোড করতে পারেন। একটু সাবধান থাকলেই হবে। ধরা পড়ার ভয় নেই। কারণ, এই অ্যাপগুলি আপনার স্মার্টফোনে থাকলেও কারও পক্ষে বোঝার ক্ষমতা নেই। কারণ, ক্যামেরা চলার সময় কোনও শব্দ হয় না। স্ক্রিন অফ থাকে। ওই সময়ে কোনও ইনকামিং কলও আসে না। এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ডং হয়।
