আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:২৩

চালু করা হচ্ছে স্কাইপ ও ইমো এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটার

অনলাইন ডেস্ক
চালু করা হচ্ছে স্কাইপ ও ইমো এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটার

খুলে দেওয়া হচ্ছে স্কাইপ, টুইটার, ইমো, মাইক্রো ব্লগিং সাইটসহ সকল অনলাইন যোগাযোগ মাধ্যম।

রোববার রাত থেকে বন্ধ রাখার পর সোমবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিকেলে এসব খুলে দেওয়ার  বিষয়টি নিশ্চিত করেন।

১৩ ডিসেম্বর রোববার রাত ৯টার পর তারা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছ থেকে এ সংক্রান্ত নির্দেশনা পেয়েছেন। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “এটি নতুন কিছু নয়। আজকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা আগের নির্দেশনার ধারাবাহিকতা।”

সরকারের নির্দেশনায় বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ইন্টারনেটে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুক খুলে দেওয়া হয়। এর তিন দিনের মাথায় টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হলো।

গত ১৮ নভেম্বর  যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে বন্ধ করা হয় ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটে সন্ত্রাসী-জঙ্গিদের যোগাযোগ বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সেসময় সরকারের পক্ষ থেকে বলা হয়।

তিন সপ্তাহেরও বেশি সময় পর বাংলাদেশে ফেইসবুক খুললে ও  ভাইবারসহ অন্যসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হচ্ছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/জামা

 

 

 

উপরে