আপডেট : ২১ মার্চ, ২০১৮ ১৭:৫৯
সমঝোতায় মুক্তি আমানের, গয়েশ্বর অপেক্ষমান
অনলাইন ডেস্ক

বিএনপির দুই নেতা সমঝোতায় মুক্তি পেলেন। গতকাল মঙ্গলবার রাতে বিএনপি নেতা আমান উল্লাহ আমান এবং নাজিম উদ্দিন আলম কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জিয়া এতিমখানা দুর্নীতি মামলার আগে বড় ধরনের নাশকতা হতে পারে, এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন মুচলেকা দিয়েই এই দুই নেতা ছাড়া পেয়েছেন। এরা দুজনই বেগম জিয়া এবং তারেক জিয়াকে বাদ দিয়ে নতুন বিএনপিতে থাকবেন বলে নিশ্চিত করেছেন।
একই প্রক্রিয়ায় গয়েশ্বর চন্দ্র রায়ও মুক্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে। একটি সূত্র বলছে গয়েশ্বরের মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত প্রায়। বিএনপিতে এরা সবাই তারেকপন্থী বলে পরিচিত। সরকার এখন তারেকপন্থীদের, তারেক জিয়া থেকে আলাদা করার কৌশলে এগুচ্ছে। -বাংলা ইনসাইডার