আপডেট : ২১ মার্চ, ২০১৬ ২১:১১
ময়মনসিংহে আ’লীগের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার
বিডিটাইমস ডেস্ক

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে।
সোমবার কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- স্থানীয় মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন, ৯নং ভাঙনামারি ইউনিয়নে জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মফিজুন নূর খোকা, ২নং ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন ও এ ইউনিয়নের সহ-সভাপতি নজরুল ইসলাম, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য খসরুজ্জামান বাবুল।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে
