আপডেট : ২৭ নভেম্বর, ২০১৫ ১৩:৩১

পৌর নির্বাচন: প্রার্থীতার চূড়ান্ত সিদ্ধান্ত আ. লীগের সংসদীয় বোর্ডে

অনলাইন ডেস্ক
পৌর নির্বাচন: প্রার্থীতার চূড়ান্ত সিদ্ধান্ত আ. লীগের সংসদীয় বোর্ডে
ফাইল ফটো

পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে ‍আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। পৌরসভা নির্বাচনে দলের মেয়র প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া নির্ধারণ করার জন্যই এ সভা আহ্বান করা হয়। 

সভায় দলের সংসদীয় বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট পৌরসভার সাতজন মিলে পৌর মেয়র পদে একজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন।একজনকে মনোনীত না করা গেলে একাধিক নামও পাঠাতে পারবেন তারা।

ওই সাতজন হলো- সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার সভাপতি, ‍সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য।

পরবর্তিতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড বসে একজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে/জেডএম

উপরে