আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৬ ১৪:১৪
না.গঞ্জে মার্স হিস্টোরিয়া আতঙ্ক: অসুস্থ ২০
বিডিটাইমস ডেস্ক

নারায়ণগঞ্জ ইপিজেডের ডিএনভি পোশাক কারখানায় মার্স হিস্টোরিয়া ভাইরাসে অন্তত ২০ শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এমন ঘটনায় আক্রান্ত কারখানাসহ আশপাশের কারখানাগুলোতেও আতঙ্ক বিরাজ করছে।
রোববার সকালে অসুস্থ শ্রমিকদের জেলার খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের এক মেডিকেল অফিসার জানান, কারখানায় হঠাৎ মার্স হিস্টোরিয়ার আতঙ্কের কারণে শ্রমিকদের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে। ভয়ের কোন কারণ নেই। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে
