আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩৩
মদ্যপান ও যৌনতাকে ‘অনুপ্রাণিত’ করছে র্যাপ মিউজিক
বিডিটাইমস ডেস্ক

কৈশোরকে মদ্যপান ও যৌনতায় ‘অনুপ্রাণিত’ করছে র্যাপ মিউজিক। গবেষণা বলছে এমনই। যার মূলে রয়েছে র্যাপ গানের রগরগে কথা।
গত দু’ বছর সময়ে প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর উপর গবেষণা চালান গবেষকরা। দেখা যায়, যারা র্যাপ মিউজিক শোনে, তারা অন্যদের থেকে প্রায় আড়াই গুন বেশিবার সেক্স করেছে। র্যাপ মিউজিকের রগরগে কথা তাদের হরমোনের ক্ষরণ বাড়িয়ে উত্তেজিত করে তোলে। ফলে তারা যৌনতায় লিপ্ত হয় বেশি।
একইসঙ্গে অতিরিক্ত র্যাপ মিউজিক শোনা তাদের মদ্যপানের প্রতি আসক্তও করে তোলে। হাউস্টাউনের ইউনিভার্সিটি অফ টেক্সাস হেল্থ সায়েন্স সেন্টারের একদল গবেষক এই গবেষণা চালান। তাঁরা দেখেন, ক্লাস সেভেন থেকেই যারা র্যাপ মিউজিক শুনে শুনে কান পাকিয়েছে, তাদের বেশিরভাগই ক্লাস নাইনেই প্রথমবার যৌন সম্পর্ক স্থাপন করেছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম