আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১৮:০৩
'টাকা চুরিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে'
বিডিটাইমস ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় দেশি-বিদেশি যে নাগরিকরা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অর্থচুরির ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর তদন্ত করছে। বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে দেশি-বিদেশি যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে
