আপডেট : ৫ মার্চ, ২০১৬ ২০:০৭
ঢাকা মহানগরীকে ওয়াইফাই-এর আওতায় নিয়ে আসা দরকার
বিডিটাইমস ডেস্ক

ঢাকা মহানগরীকে তারহীন প্রযুক্তির ব্রডব্যান্ড ইন্টারনেটের (ওয়াইফাই) আওতায় নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিটি এক্সপো-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আইসিটিখাত সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকা মহানগরীকে অন্তত ব্রডব্যান্ড দেন। যাতে সবাই আইসিটি নিয়ে কাজ করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার অর্ধেক কাজই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর বাকি অর্ধেক বেসরকারিখাতের জন্য চ্যালেঞ্জ।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে