আপডেট : ৫ মার্চ, ২০১৬ ০৯:১৬
বিএসএফের হাতে ৩৫ বাংলাদেশি আটক
বিডিটাইমস ডেস্ক

চোরাই পথে ভারতে প্রবেশের চেষ্টার সময় ৩৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
পার্বত্য চট্টগ্রাম সীমান্তবর্তী ত্রিপুরার ঢালাই জেলার গান্ডাচেরা উপজেলার রাসইয়াবারি এলাকার দুটি স্থান দিয়ে ভারতে ঢোকার চেষ্টার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন
ত্রিপুরা ফ্রন্টিয়ার মহাপরিদর্শক জেবি স্যাঙ্গওয়ান বলেন, রাজবাড়ি ও সি কে বাড়ি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে বিএসএফ ১০ ব্যাটালিয়নের সদস্যরা।
গ্রেপ্তার সবাই আদিবাসী বলে এদের মধ্যে সি কে বাড়ি সীমান্ত থেকে ১২ জন এবং রাজবাড়ি সীমান্ত থেকে ২৩ জনকে আটক করা হয় বলে জানান তিনি।
আটকের পর তাদের রাসইয়াবারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিএসএফ কর্মকর্তা।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম
