আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৬
‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
বিডিটাইমস ডেস্ক

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাবেদ আলী।
বুধবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রার্থীদের সমর্থনকারী ও প্রস্তাবকারীদের অবশ্যই প্রার্থীদের সমমানের হতে হবে। সর্বনিম্ন দুই বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত অপরাধীরা আগামী ৫ বছর পর্যন্ত কোন নির্বাচনে অংশ নিতে পারবে না। এমনকি তারা কোন প্রার্থীর প্রস্তাবকারী এবং সমর্থনকারীও হতে পারবেন না।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে