এবার ধর্ষণের হুমকি লেখিকাকে

পার্বত্য জনপদ নিয়ে ‘ডুমুরের ফুল’ নামের একটি উপন্যাস লিখায় লেখিকা রোকেয়া লিটাকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।
ফেসবুক পেইজে প্রকাশ্য একটি জায়গায় এই হুমকি দেয়া হয়েছে বলে লেখিকা নিজেই অভিযোগ করেছেন।
লেখিকা রোকেয়া লিটা বলেন, পাহাড়ি উপজাতীয় পুরুষদের দ্বারা পাহাড়ি নারীরা ধর্ষণের শিকার হলেও সেটি উঠে আসে না। কিন্তু যেকোনো ঘটনায় ধর্ষণকারী পুরুষ যদি বাঙ্গালী হয়ে থাকেন, সেটির প্রচার বেশি হয়। এ বিষয়টি তুলে আনার কারণেই হুমকি দেয়া হচ্ছে।
তবে পাহাড়িদের অনেকেই বলেছেন, এই বিষয়টির বিষয়বস্তু সম্পর্কে তারা জানেননা। তাই হুমকি দেয়ার প্রশ্নও আসেনা।
দেশে মত প্রকাশের বিষয়টি কোন গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে গেলে, সেটি নিয়ে লেখকদের উপর আক্রমণ নতুন কিছু নয়।
তবে বই প্রকাশকে কেন্দ্র করে এই বিষয়টিকে পাঠকরা কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে একজন পাঠক জানিয়েছেন, লেখক যেভাবে ইচ্ছা সেভাবে তার বই লিখতে পারেন। পাঠক কিভাবে সেটা নেবে, সেটা তার ব্যাপার।
আরেক পাঠক জানিয়েছেন, প্রত্যেকের আলাদা একটি সত্ত্বা আছে। সেই সত্ত্বাটা আলাদাভাবে প্রকাশ করতে দেয়া উচিত। আপনি একটি মতামত দিতেই পারেন। কিন্তু সেটিকে সমর্থন না করলেও যে সেটি দাবিয়ে দিতে হবে, সেটা ঠিক না।
পাঠকরা বলছেন, যেকোনো লেখা গ্রহণ করা না করার পূর্ণ স্বাধীনতা পাঠকদের আছে। কিন্তু সেটি কেন্দ্র করে হুমকি দেয়ার উগ্র মানসিকতা দিনদিন বাড়ছে।
লেখকরা বলছেন, এ কারণেই তাদের উদ্বেগও বাড়ছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে