আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৪:২৫

ঈদ-ই মিলাদুন্নবী ২৫ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
ঈদ-ই মিলাদুন্নবী ২৫ ডিসেম্বর

আগামী ২৫ ডিসেম্বর (শুক্রবার) ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেছে সরকার।

২০১৫ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী ২৪ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি নির্ধারিত ছিল। তবে গত ১২ ডিসেম্বর রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি ২৫ ডিসেম্বরই ঈদ-ই মিলাদুন্নবীর (স.) তারিখ ঠিক করে দেয়।

সরকারের নির্বাহী আদেশে ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা পরিচালিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানকে জনস্বার্থ বিবেচনা করে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করতে বলেছে সরকার।

ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি এগিয়ে আসায় চলতি বছরের ২৩ দিনের সরকারি ছুটির ১৩ দিনই শুক্র-শনিবারে পড়ল।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই তারিখেই তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম ও মৃত্যুর এ বিশেষ দিনটি বিশ্বের মুসলমানরা প্রতিবছর ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালন করেন।

ঈদ-ই মিলাদুন্নবীতে মসজিদ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

বড় দিনের ছুটিও ২৫ ডিসেম্বর। সে প্রক্ষিতে একই দিনে তিনটি সরকারী ছুটি পড়লো।

বিডিটাইমস৩৬৫ডট/এআর/একে

উপরে