আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৯

ইতালীয় হত্যাচেষ্টা ও মন্দিরে হামলাকারী একই লোক

বিডিটাইমস ডেস্ক
ইতালীয় হত্যাচেষ্টা ও মন্দিরে হামলাকারী একই লোক

দিনাজপুরে মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার জেএমবি সদস্য শরীফুল ইসলাম ইতালিয় পাদ্রি হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের অতিরিক্ত বিচারিক হাকিম আহসানুল হকের কাছে আসামী শরীফুল এই জবানবন্দি দিয়েছেন।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই বজলুর রশিদ জানান, শরীফুল শীর্ষস্থানীয় জেএমবি নেতাদের একজন।

১০ ডিসেম্বর কাহারোলে ইসকন মন্দিরে গুলি ও বোমা ছুড়ে পালানোর সময় স্থানীয় জনতা শরীফুলকে আটক করে পুলিশে দেয়। পরদিন রাতে কাহারোল থানায় ছয়জনকে আসামি করে পুরোহিত গোবর্ধন হরিদাসের মামলায় শরীফুলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে মামলা ডিবিতে হস্তান্তর করা হয়। মামলার আরেক আসামি মোসাব্বির আলম খন্দকারকে ১১ ডিসেম্বর এসএমজি ও গুলিসহ বীরগঞ্জ থেকে আটক করা হয়।

জানা যায়, গত ১৮ নভেম্বর সকালে শহরের মির্জাপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনের সড়কে সাইকেল আরোহী ইতালির নাগরিক ডা. পিয়েরো পারোলারিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিটাইমস৩৬৫.কম/পিএ

 

উপরে