আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৫ ১০:২৮

লামায় ট্রাক খাদে পড়ে সাতজন নিহত, আহত অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক
লামায় ট্রাক খাদে পড়ে সাতজন নিহত, আহত অন্তত ১০

বান্দরবানের লামা উপজেলার ইয়াংচা এলাকায় গ্রামীণ ফোনের মালামাল বহনকারী ট্রাক খাদে পড়ে সাতজন নিহত , আহত হয়েছেন অন্তত ১0 জন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, গ্রামীণ ফোনের পণ্যবাহী একটি ট্রাক সকালে ঢাকা থেকে ফাসিয়াখালী যাচ্ছিল। পথে ইয়াংচা আর্মি ক্যাম্পের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের এবং হাসপাতালে নেয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়।এসময় আরো অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পাশের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এছাড়া মৃতদেহগুলোও উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার পর  চালক পালিয়ে গেছেন বলেও  স্থানীয় সূত্রে জানা যায়। 

বিডিটাইমস৩৬৫.কম/এনএইস

উপরে