আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৫ ১৮:১৩

নীরবের মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে রিট

নিউজ ডেস্ক
নীরবের মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে রিট
ফাইল ফটো

পয়ঃনিষ্কাশন নালার খুলে রাখা ম্যানহোলে পড়ে প্রাণ হারানো শিশু নিরবের মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন একটি বেসরকারী সংস্থার এক আইনজীবী।

রাজধানীর কদমতলীতে পয়ঃনিষ্কাশন নালায় পড়ে যাওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর মঙ্গলবার রাতে শিশু নীরবের লাশ পাওয়া যায় বুড়িগঙ্গার তীরে আরেক নালায়।

শিশু ইসলাইল হোসেন নীরবের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন ওই আইনজীবী। রিট আবেদনে নীরবের পরিবারকে কেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

সেই সঙ্গে ঢাকা শহরের ম্যাপ অনুযায়ী যেসব স্থানে ঢাকানাবিহীন ম্যানহোল, অরক্ষিত কূপ, পাইপ, পয়ঃনিষ্কাশন পাইপ রয়েছে সেই তথ্য সম্বলিত তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যরিস্টার আব্দুল হালিম রোববার এই রিট আবেদন করেন।

সোমবার এর ওপর শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

রিট আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবসহ ১৩ জনকে।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে

উপরে