আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৬

নীলফামারী শত্রুমুক্ত

নিউজ ডেস্ক
নীলফামারী শত্রুমুক্ত

১৩ ডিসেম্বর নীলফামারী মুক্ত দিবস। একাত্তরের এ দিনে নীলফামারী হানাদার মুক্ত হয়।

একাত্তরের ১৩ ডিসেম্বর সকালে নীলফামারী প্রথমবারের মত ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। শহরের চৌরঙ্গী মোড়ে উত্তলিত হয় লাল সবুজের হৃদয়ে বাংলাদেশের প্রতিকৃতি।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ শোভাযাত্রা ও আলোচনাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

পাকসেনাদের বর্বরতায় অতিষ্ঠ হয়ে এবং বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে নীলফামারীর ছাত্র-জনতা প্রতিরোধের ফসল এই স্বাধীনতা।

অস্ত্রাগার লুট করে এবং ভারতে ট্রেনিং শেষে ৬ নং সেক্টরের কমান্ডার ক্যাপ্টেন খাদেমুল বাশারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের বিভিন্ন ক্যাম্পে আক্রমন চালায়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে টিকতে না পেরে ১২ ডিসেম্বর রাতে হানাদাররা নীলফামারী ছেড়ে সৈয়দপুর সেনানিবাসে আশ্রয় নেয় হানাদাররা।

শত্রু মুক্ত হলে ১৩ ডিসেম্বর শহরের চৌরঙ্গী মোড়ের ল্যাম্প পোস্টে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে

উপরে