আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ২২:১১

মিয়ানমার থেকে ফিরল আরও ৪৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
মিয়ানমার থেকে ফিরল আরও ৪৮ বাংলাদেশি

বিভিন্ন সময়ে মিয়ানমার নৌ বাহিনীর হাতে আটক ৪৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে ৭ দফায় ৭৭৭ অভিবাসী প্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হল। 

বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু ’ দিয়ে বাংলাদেশে ফেরত আনা হয়।

এর আগে বেলা ১২টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু’ দিয়ে বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল পতাকা বৈঠকে অংশগ্রহণ করতে মিয়ানমার যান। প্রতিনিধি দলে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও চিকিৎসকও ছিলেন।

বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ফেরত আনাদের মধ্যে কক্সবাজারসহ ১৩ জেলার বাসিন্দা রয়েছে। এরমধ্যে সর্বাধিক রয়েছে কক্সবাজারের ১৯ জন। বাকিরা অন্য জেলার। এদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম

 

উপরে