আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ১১:৫০

আশুলিয়া ও সাভারে কারখানায় আগুন, আহত পাঁচ

অনলাইন ডেস্ক
আশুলিয়া ও সাভারে কারখানায় আগুন, আহত পাঁচ
ছবি: প্রতিকি

বুধবার (২ডিসেম্বর) সকালের ওই দুই অগ্নিকাণ্ডই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

হেমায়েতপুরে আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন, যাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক শাহাজুর শেখ জানান, সকাল ৮টার দিকে ডেকো এক্সেসরিজে (বোতাম তৈরির কারখানা) আগুন লাগে।

“খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি এবং ঢাকা থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

বর্তমানে কারখানার ডাম্পিং এর কাজ চলছে বলে জানান তিনি।

তদন্ত ছাড়া আগুন লাগার কারণ বলা সম্ভব নয় বলে জানান সাভার দমকলের এই কর্মকর্তা।

এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এনভয় গ্রুপের কারখানার ওয়ার্কশপের আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া বিডিটাইমস৩৬৫ডটকম কে জানান, আগুনের তীব্রতা ভয়াবহ না হওয়ায় দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর

উপরে