আপডেট : ১ ডিসেম্বর, ২০১৫ ১৬:৩৪

পৌর নির্বাচন: আইন ভাঙলে ‘কঠোর’ ব্যবস্থার হুঁশিয়ারী

অনলাইন ডেস্ক
পৌর নির্বাচন: আইন ভাঙলে ‘কঠোর’ ব্যবস্থার হুঁশিয়ারী

আসন্ন পৌরসভা নির্বাচনে আইন লঙ্ঘনকারী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যলয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শাহ নেওয়াজ বলেন, ”আমরা জানতে পেরেছি, এখনো অনেকে নির্বাচনী প্রচারণা বন্ধ করেননি। তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

কমিশনার বলেন, “আইন লঙ্ঘন করলে কেউ নির্বাচনে জিতে গেলেও তার প্রার্থীতা বাতিল করা হবে। নির্বাচনে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না।”

এছাড়াও নির্বাচনে কোনো কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট কাজে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘরোয়া পরিবেশে সভা করতে চাইলে ২৪ ঘণ্টা আগেই আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে বলেও জানান তিনি।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে

উপরে