আপডেট : ২৮ নভেম্বর, ২০১৫ ১৩:৩৭

পঙ্কজ যাচ্ছেন রাশিয়ায়

অনলাইন ডেস্ক
পঙ্কজ যাচ্ছেন রাশিয়ায়
ফাইল ফটো

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণকে এবার রাশিয়ার নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ভারত সরকার।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার এ নতুন দায়িত্বের কথা জানানো হয়।

এতে বলা হয়, “খুব দ্রুতই মস্কো মিশনে যোগ দেবেন পঙ্কজ শরণ।”

এদিকে বাংলাদেশে তার উত্তরসূরির নাম ইতোমধ্যে ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হলেন হর্ষ বর্ধন শ্রিংলা। থাইল্যান্ড থেকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব নিতে আসছেন তিনি।

পঙ্কজ শরণ ফরেন সার্ভিসে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। তার বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে ওয়াশিংটন, কায়রো ও জেনেভায় ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি বাংলাদেশে ১৯৮৯ থেকে ১৯৯২ পর্যন্ত ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ বিভাগের উপ-সচিব ও যুগ্ম-সচিব (উত্তর) ছিলেন। শুধু তাই নয়, দুইবার প্রেষণে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে পঙ্কজ শরণের।

বিডিটাইমস৩৬৫/একে/জেডএম

উপরে