আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ১২:৩৬

জোটের সঙ্গে বসছেন খালেদা

অনলাইন ডেস্ক
জোটের সঙ্গে বসছেন খালেদা

আসন্ন পৌর নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জোটের শরীক দলগুলোর নেতাদের সঙ্গে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলের সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম সাংবাদিদের এ কথা জানান। তিনি বলেন “বৃহস্পতিবার রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে।”

আড়াই মাস লন্ডনে কাটিয়ে দেশে ফিরে খালেদা বুধবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

জোট নেতাদের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়া শিগগিরই পৌর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন, বলছেন নেতারা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। অর্থাৎ বিএনপিকে ভোটে অংশ নিতে হলে তার আগেই সিদ্ধান্ত নিতে হবে।

নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে বিএনপি সংসদ নির্বাচন বর্জন করলেও আগে-পরে স্থানীয় সরকারের সব নির্বাচনেই অংশ নিয়েছে।

‘ব্যর্থ’ আন্দোলনের পর সর্বশেষ গত এপ্রিলে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলেও ভোটগ্রহণের মাঝপথে জালিয়াতির অভিযোগ তুলে তা বর্জনের ঘোষণা দেয় বিএনপিসমর্থিত প্রার্থীরা।

ওই নির্বাচনের পর ২৩৪টি পৌরসভা প্রথম ভোট হতে যাচ্ছে।

আগে নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধনের পর এবারই প্রথম পৌরসভায় মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে।

অর্থাৎ বিএনপি নির্বাচনে অংশ নিলে মেয়র প্রার্থীরা ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়বেন।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/একে

উপরে