আপডেট : ২২ নভেম্বর, ২০১৫ ০৩:৩৭

সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক
সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে।
কারা সূত্র জানায়, আজ রাত ১২টা ৪৫মিনিটে একসঙ্গে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।
এর আগে তাদের তাকে তওবা পাঠ করান কারা মসজিদের পেশ ইমাম মনির হোসেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হত্যা ও গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়। সর্বশেষ রায় রিভিউ আবেদনেও তাঁর অপরাধ প্রমাণ করে রাষ্ট্রপক্ষ। এসব অপরাধে তাঁকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।
এদিকে রায় কার্যকর করাকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ শহরে মোতায়েন করা হয় বিজিবি। ফাঁসি কার্যকরের পর মুজাহিদ ও সালাউদ্দিনের মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে পুলিশের পক্ষ থেকে সব আয়োজন সম্পন্ন হয় রাতেই।
সরকারের পক্ষ থেকে বলা হয় দোষ স্বীকার করে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন প্রাণ ভিক্ষার জন্য আবেদন করেছেন। যদিও দুইজনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এ ধরনের আবেদন করার বিষয়ে তারা কিছু জানেন না। প্রাণ ভিক্ষা চাইতে পারেন এমনটিও মনে করেন না তারা।

উপরে