১৮৪ বছর পর স্নান করল জোনাথন!

নয় নয় করে ১৮৪ বছর পর স্নান করল ২৩৪ বছরের জোনাথন! হবে নাই বা কেন স্বয়ং ব্রিটেনের রানি এলিজাবেথ তার সঙ্গে দেখা করতে আসছেন যে। অবাক লাগছে? তা হলে বলেই ফেলি। জোনাথন আসলে একটা কচ্ছপ। মাত্র ৫০ বছর বয়সে দক্ষিণ অাটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে তাকে নিয়ে আসা হয়। সে আজকের কথা নয়। ইতালির শাসকের কাছ থেকে জোনাথনকে উপহার পেয়েছিল ব্রিটেন। তারপর থেকে এই দ্বীপেরই একটা চিড়িয়াখানায় থাকে সে। এখন তার বয়স ২৩৪ বছর।
জোনাথনের চিকিৎসক জো হলিনস জানান, এই বিশেষ প্রজাতির কচ্ছপটির জল সহ্য করতে পারে না। তাই তাকে বিশেষভাবে তৈরি করা জল নিরোধক খাঁচায় রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এই দ্বীপে আসছেন ব্রিটেনের রানি। জোনাথনের সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে তাঁর। সে কারণেই জোনাথনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চেয়েছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর তার স্নানের জন্য এলাহি ব্যবস্থাও করা হয়েছিল। যে সে সাবান নয়, মেডিকেটেড সাবান এবং নরম জালি দিয়ে খুব সর্তকতার সঙ্গে স্নান করানো হয়েছে তাকে।
