আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ১২:১৩
আপনি কি জানেন?
অনলাইন ডেস্ক

১.
আপনি ফেসবুকে মার্ক জুকারবার্গকে কখনো ব্লক করতে পারবেন না।
২.
নীল চোখের মানুষ বেশি পরিমান অ্যালকোহল পান করতে পারে।
৩.
আইনস্টাইনের চোখ নিউইয়র্কের একটি নিরাপদ বাক্সে সঞ্চিত আছে।
৪.
মানুষের চোখ ১০ মিলিয়ন রঙ চিহ্নিত করতে পারে।
৫.
ডলফিন তাদের এক চোখ খোলা রেখে ঘুমায়।
৬.
বিড়ালের চোখের পাতা ৩টি করে।
৭.
চোখের পাতা খোলা রেখে হাঁচি দেয়া অসম্ভব।
৮.
চোখের ভ্রু প্রতি ৬৪ দিন অন্তর রিনিউ হয়।
৯.
পৃথিবীতে মাত্র ২% লোকের সবুজ রঙের চোখ।
১০.
এক ধরনের পিল আছে যা সেবন করলে নির্গমিত বায়ু চকোলেট ঘ্রাণের হবে।
