ফেব্রুয়ারীতে পালিত হয় ২৪টি দিবস! বলুনতো, কি কি?

ফেব্রুয়ারি মাসটিতে বিভিন্ন স্পেশাল দিনের ছড়াছড়ি। মাসজুড়ে প্রায় ২৪টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস রয়েছে। যদিও এই দিনগুলির বেশীরভাগই আমাদের দেশে পালন করা হয়না। তবে ব্যাক্তিগত উদ্যোগে কেউ যদি এসব দিন পালন করতে চায় তবে তাকে কে করবে মানা!
আগ্রহ থাকলে জেনে নিন ফেব্রুয়ারীর যতো দিবস আছে, তার কথা-
২ ফেব্রুয়ারী- আর্ন্তজাতিক জলাভূমি দিবস
৫ ফেব্রুয়ারী- বাচ্চা দিবস
৬ ফেব্রুয়ারী- বিশ্ব ক্যান্সার দিবস
৭ ফেব্রুয়ারী- গোলাপ দিবস
৮ ফেব্রুয়ারী- প্রস্তাব দিবস
৯ ফেব্রুয়ারী- চকোলেট দিবস
১০ ফেব্রুয়ারী- ট্যাডি দিবস ও চাইনিজ নববর্ষ
১১ ফেব্রুয়ারী- প্রতিশ্রুতি দিবস
১২ ফেব্রুয়ারী- বিভ্রান্ত দিবস
১৩ ফেব্রুয়ারী- কোলাকুলি দিবস ও সরস্বতী পুজা
১৪ ফেব্রুয়ারী- ভালবাসা দিবস
১৫ ফেব্রুয়ারী- চড় দিবস
১৬ ফেব্রুয়ারী- লাথি দিবস
১৭ ফেব্রুয়ারী- সুগন্ধি দিবস
১৮ ফেব্রুয়ারী- চাটুকার দিবস
১৯ ফেব্রুয়ারী- স্বীকারোক্তি দিবস
২০ ফেব্রুয়ারী- হারানো দিবস, পোষা প্রানীর ভালবাসা দিবস ও বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস
২১ ফেব্রুয়ারী- আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস
২২ ফেব্রুয়ারী- নম্র হওয়া দিবস
২৪ ফেব্রুয়ারী- আল কুদস দিবস
২৭ ফেব্রুয়ারী- আর্ন্তজাতিক মেরু ভল্লুক দিবস
এবার ভেবে দেখ - কোনটা কোনটা পালন করবে
বিডিটাইমস৩৬৫ডটকম/আকাশ/মাঝি
