আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৫ ২১:২৫

‘পূর্ণিমা রাতে শীতল চাঁদ’ সাক্ষী হচ্ছে বড়দিনের

বিডিটাইমস ডেস্ক
‘পূর্ণিমা রাতে শীতল চাঁদ’ সাক্ষী হচ্ছে বড়দিনের

বিশ্ব জুড়ে এখন ক্রিসমাসের আমেজ। খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এবার ক্রিসমাসের রাতটি হয়ে থাকবে অনন্য। রাতের আকাশ আলো করে হাসবে বিরল পূর্ণিমা চাঁদ। এর আগে সর্বশেষ ১৯৭৭ সালে এমন এক বড়দিনের দেখা মিলেছিল এই বিরল পূর্ণিমার।

আটত্রিশ বছর পর আবারও এক বিশেষ পূর্ণ চন্দ্রের সাক্ষী হতে চলছে সারা বিশ্ব। নাসার তথ্যমতে ২৫ ডিসেম্বর আকাশে উঠবে এই পূর্ণিমা চাঁদটি। পরবর্তীতে এমন চাঁদ আবার দেখা যাবে ২০৩৪ সালে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এ বছরের শেষ পূর্ণিমা এটি। এটাকে বলা হচ্ছে ‘ফুল কোল্ড মুন’। কেননা, ডিসেম্বর শীতের মাস। তাই শীতের সঙ্গে তাল মিলিয়ে এই পূর্ণিমার নাম দেয়া হয়েছে ফুল কোল্ড মুন। অথাৎ সম্পূর্ণ ঠাণ্ডা চাঁদ। মার্কিন সংস্থাটি আরো বলছে, বড়দিনে এই পূর্ণ-চাঁদ আকাশে দেখা মিলবে আরও উজ্জ্বল হয়ে, রূপালী রঙে। সে রাতের আকাশে পূর্ণিমা চাঁদ এই ক্রিসমাসের জন্য বাড়তি উপহার বলে উল্লেখ করেছে নাসা।

বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম/জেডজেড/

উপরে