আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১৬:০২

৪০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল…!

অনলাইন ডেস্ক
৪০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল…!

উত্তরার জসীমউদ্দিন এভিনিউয়ে সকাল ৭টা থেকে ঠাঁয় দাড়িয়ে আছেন রাহেলা বেগম। ক্লান্ত, ঘর্মাক্ত, ওষ্ঠাগত প্রাণ। ভাবছেন, এই মুহুর্তে বাসে উঠতে পারলেও অফিসে পৌছাতে নিশ্চিত দুপুর ১টা বাজবে।

মাথায় তার আকাশ ভেঙে পড়ার যোগাড়; কারণ মতিঝিলে তার অফিস পৌঁছতে সময় লাগে কমছে কম তিন ঘন্টা। তার অফিসের কড়া নিয়ম এক দিন অফিসে ৯টার পরে প্রবেশ করলে সেদিনের বেতন কাটা।

শুধু রাহেলা বেগমই নয়। উত্তরা থেকে মতিঝিল এলাকায় অফিস করেন এরকম অসংখ্য মানুষ।

রাজধানির অসহনীয় যানজটে প্রতিদিন আমাদের এরকম বিড়ম্বনার স্বীকার হতে হয়। আর এমন বাস্তবতায় উত্তরা টঙ্গী বিমানবন্দর এলাকার বহু মানুষ রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিলে যাওয়ার জন্য বেছে নিয়েছেন ট্রেন সার্ভিস।

প্রতিদিন গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তুরাগের ৮টি ট্রেন। এর প্রত্যেকটি বিমান বন্দর ও তেজগাওঁ থামে। কোন কোনটি থামে ক্যন্টনম্যান্ট ও বনানী ষ্টেশনেও ।

দিনভর দেশের বিভিন্ন জেলা থেকে যেসব ট্রেন কমলাপুর আসে তার সবগুলোকেই থামতে হয় বিমান বন্দর ষ্টেশনে।

আপনি চাইলে এর যেকোনো একটিতে উঠে বিমানবন্দর থেকে চলে যেতে পারেন কমলাপুর। সেই হিসাবে দিনরাত ২৪ ঘন্টাই আপনার সুযোগ রয়েছে উত্তরা থেকে মতিঝিলের তিন ঘন্টার পথকে ৪০/৫০ মিনিটে নামিয়ে আনার।

তারপরও কেন প্রতিদিন রাহেলা বেগমদের এত ভোগান্তি পোহাতে হয় এমন প্রশ্নের উত্তরে, সেই রাহেলা বেগমে বলেন,“ট্রেনে কেউ কেউ যায় বলেছিল তবে,  কবে কখন কয়টানাগাদ এ ট্রেন ছাড়ে এসব তো আমি কিছুই জানিনা আবার শুনেছি এই ট্রেন নাকি আবার মাঝপথে থেমে থাকে।”

বহুকষ্টে যাতায়াত করে এমন আরো কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেল গেল ট্রেনের প্রতি আগ্রহ থাকলেও সঠিক সময়সূচি সম্পর্কে ধারণা না থাকাই ট্রেনের প্রতি এই অবহেলা।

আর বাংলাদেশ রেল সরকারী প্রতিষ্ঠান হওয়ায় এর প্রচারণায় নিয়ে মাথা ঘামাচ্ছেন না রেলের কর্তাব্যক্তিরা।

অনেকেই সুযোগ থাকলেও স্বল্পসময়ের মধ্যে সঠিক গন্তব্যে পৌঁছতে পারছেন না। এমতাবস্থায় বিষয়টিকে রেল কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

আপনাদের সুবিধার্থে জেনে নিতে পারেন ট্রেনের সময়সূচি:

 

তুরাগ ১ - ঢাকা থেকে ভোর ৫টায় ছেড়ে জয়দেবপুর পৌঁছয় ভোর ৬টায়

তুরাগ ২- জয়দেবপুর থেকে সকাল ৭টায় ছেড়ে নারায়ণগঞ্জ পৌঁছয় ৭.৫০ মিনিটে

তুরাগ ৩- নারায়ণগঞ্জ ১০টায় ছেড়ে জয়দেবপুর পৌঁছয় ১০.৫০ মিনিটে

তুরাগ ৪- জয়দেবপুর থেকে ১২.৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌছায় ২.৩০ মিনিটে

তুরাগ ৫- ঢাকা থেকে ১.৩০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছয় ২.৫০ মিনিটে

তুরাগ ৬- জয়দেবপুর থেকে ৩.৫৫ মিনিটে ছেড়ে  ঢাকা পৌঁছয় ৫.২২ মিনিটে

তুরাগ ৭- ঢাকা থেকে ৫.২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছয় ৬.৪৫ মিনিটে

তুরাগ ৮- জয়দেবপুর থেকে ৭.২০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছয় ৮.২৫ মিনিটে

 

বিডিটাইমস৩৬৫ডটকম/এইচএস/একে

উপরে