২ দিনের শিশুকে কমোডে ফ্লাশ, অতঃপর...!

শৌচাগারের সুয়ারেজ পাইপ থেকে উদ্ধার হল ২ দিনের শিশুকন্যার দেহ। পানি আটকে যাওয়ায় নল পরিষ্কার করতে এসে দেহটি উদ্ধার করেন কল মিস্ত্রি। ভারতের কেরালার পেরিন্থালমান্নারে ঘটেছে এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, কেরালা শহরের বাসিন্দা এক চিকিৎসক দম্পতির চেম্বারের শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে দেহটি। গত বৃহস্পতিবার শৌচাগার পরিষ্কার করতে গিয়ে সেই চেম্বারের পরিচারিকা দেখেন, কমোড থেকে পানি সরছে না। সেকথা সেই চিকিৎসককে জানান তিনি।
এরপর সেই চিকিৎসক স্থানীয় এক কল মিস্ত্রিকে খবর দিলে শুক্রবার বিকেলে চিকিৎসকের চেম্বারে পৌঁছান তিনি। সুয়ারেজ পাইপ খুলতেই দেখা যায় একটি শিশুর মাথা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন সেই চিকিৎসক। পুলিস এসে সেই কল মিস্ত্রির সহযোগিতায় দেহটি উদ্ধার করে।
সেই চিকিৎসকের দাবি, কোনও রোগী তাকে দেখাতে এসে শিশুকন্যাকে ফেলে দিয়ে যেতে পারে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
বিডিটাইমস৩৬৫ডটকম/রুমা