আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৬ ১৩:০০
যথাসময়ে সৌদি ত্যাগ না করলে জেল-জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক

ভ্রমণ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সৌদি আরব ত্যাগ না করলে ভ্রমণকারীদের ছয় মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। শুক্রবার (১৫জানুয়ারি) সৌদি পাসপোর্ট অধিদপ্তর থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
অধিদপ্তর থেকে আরও বলা হয়েছে, সদ্য জারি করা আইনে শ্রম আইন ভঙ্গকারী অভিবাসী এবং সৌদি নাগরিক দুই পক্ষকেই এই শাস্তির মুখোমুখি হতে হবে এবং ভ্রমণকারীকে বিতাড়ন করা হবে।
উল্লেখ্য, গত কয়েক মাস যাবত মাত্র ২৫ রিয়ালের (৫১০ টাকা) বিনিময়ে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের পরিবারের জন্য ভিজিট ভিসা ইস্যু করছে সৌদি সরকার।
ইতিমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি ভিজিট ভিসায় তাদের পরিবারকে সৌদি আরব নিয়ে গেছেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম
