আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৫ ১০:৩৮

সিরিয়ায় বিমান হামলা, নিহত ৪৩

একের পর এক হামলায় বিধ্বস্ত হচ্ছে সিরিয়া। কখনও আত্মঘাতী বোমা হামলা কখনও আবার বিমান হামলা। দেশটিতে অবস্থানকারী আইএস সদস্যদের লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা।
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় বিমান হামলা, নিহত ৪৩

বিমান হামলায় বিধ্বস্ত একটি এলাকার চিত্র

সম্প্রতি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। নিহতদের অনেকেই আসাদ সরকার বিরোধী বলে জানা গেছে। 

বিবিসি বাংলার বরাত দিয়ে সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা বলছে, ওই হামলা সম্ভবত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে।

কয়েক দফা বিমান হামলায় শহরের মার্কেট, অনেক সরকারী ভবন, আবাসিক এলাকা বিধ্বস্ত হয়েছে।

ধ্বংসস্তুপ থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির বাংলার বরাত দিয়ে স্থানীয়রা আরো বলছে, রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে।

যদিও রাশিয়া ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনও জানা যায়নি।

গত সেপ্টেম্বর মাসে সিরিয়ায় আইএস জঙ্গীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। যদিও অনেকে বলছেন রাশিয়া শুধুমাত্র পশ্চিমা নিয়ন্ত্রিত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর

উপরে