আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১০:৫৭

ইয়েমেনে সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনে সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৬৮

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে দেশটির সেনাসদস্যদের সাথে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ৬৮জন নিহত হয়েছে।

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের সৌদি আরব সীমান্তের কাছে হারাদ শহরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবিসি বাংলা ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৮ জন সেনা এবং বাকি ৪০ জন বিদ্রোহী।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্য মঙ্গলবার সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরু হয়েছে, এবং জাতিসংঘের সমর্থনে ইয়েমেনে সপ্তাহ খানেকের জন্য যে যুদ্ধবিরতি চলছে তার মধ্যেই নতুন করে আবারো এই সংঘর্ষের ঘটনা ঘটলো।

ইয়েমেন থেকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হারনেইস বলেছেন, সাধারণ মানুষের জন্য ইয়েমেনে টিকে থাকাটা দিন দিন কঠিনতর হয়ে উঠছে।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর 

উপরে