আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৫ ১৬:০২

ফ্রান্সে নিষিদ্ধ হচ্ছে রোগা মডেল

নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে নিষিদ্ধ হচ্ছে রোগা মডেল

র‌্যাম্পে বা অন্য যেকোনো মাধ্যমে রুগ্ন মডেল নিষিদ্ধ করার বিলে ফ্রান্সের আইনপ্রণেতারা তাদের সমর্থন জানিয়েছেন। নতুন আইন অনুযায়ী প্রত্যেক মডেলকেই এবার থেকে সুস্বাস্থ্যের সনদ নিতে হবে ডাক্তারের কাছ থেকে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মডেলদের স্বাস্থ্য সম্পর্কিত এই আইন অমান্যকারীকে সর্বোচ্চ ৬ মাস জেলে থাকতে হবে এবং জরিমানা গুনতে হতে পারে ৭৫ হাজার ইউরো পর্যন্ত।

এর আগে আইনের খসড়ায় এ পেশায় যুক্তদের শারীরিক যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হলে দেশটির মডেলিং সংস্থাগুলো নতুন এ আইনের প্রতিবাদে মুখর হয়।

বৃহস্পতিবার পাশ করা আইন আনুযায়ী, একজন মডেল তার ওজন, বয়স এবং শারীরিক গড়নে অতি হালকা-পাতলা কিনা তা নির্ধারণের দায়িত্ব বর্তেছে চিকিৎসকদের ওপরই।

মডেলদের ডিজিটাল ছবিতে আলো বাড়ানো-কমানো কিংবা তাদের গড়নে পরিবর্তন আনলে তা উল্লেখ করতে হবে বলেও বলা হয়েছে আইনে।

এ ধরণের আইন প্রণয়নে ফ্রান্সই প্রথম নয়। এর আগে ইতালি, স্পেন এবং ইসরায়েলেও মডেল আইন করা হয়।

ফ্রান্সে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ অতিরিক্ত রোগা যার ৯০ শতাংশই নারীরা।

বিডিটাইমস৩৬৫ডটকম/পিএম/একে

উপরে