আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪২

ব্যালট হাতে সৌদি নারীরা

অনলাইন ডেস্ক
ব্যালট হাতে সৌদি নারীরা

প্রথমবারের মত সৌদি আরবে কোন নির্বাচনে নারীরা অংশগ্রহনে করছেন, প্রযোগ করছেন ভোটাধিকার।

শনিবার শুরু হয়েছে সৌদি পৌর নির্বাচন। ভোট গ্রহণ চলবে রোববার বিকাল ৫টা পর্যন্ত।  

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবে অনুষ্ঠিত এবারের নির্বাচনে পাঁচ হাজার ৯৩৮ জন পুরুষের পাশাপাশি ৯৭৮ জন মহিলা প্রাথী নিবন্ধন করেছেন।

নির্বাচনী প্রচারণায় মহিলা প্রার্থীরা পর্দার আড়ালে থেকে তাদের প্রচারণা চালিয়েছেন। অনেক সময় তাদের পক্ষে পুরুষরাও অংশগ্রহন করেছেন।

সৌদি সরকারকে উদ্ধৃত করে বিবিসি জানায়, এবারের নির্বাচনে এক লক্ষ ত্রিশ হাজার নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যদিও এ সংখ্যা পুরুষ ভোটারের তুলনায় নগণ্য।

প্রথম নারী ভোটার হিসেবে নিবন্ধন করা সালমা আল রাশেদ বিবিসিকে জানান, ভোটার হিসেবে নিবন্ধিত হতে পেরে তার খুব ভালো লাগছে।

নির্বাচন সৌদি আরবের বাসিন্দাদের জন্য বেশ বিরল একটা ব্যাপার। কেননা এবারের নির্বাচন সৌদি আরবের ইতিহাসে তৃতীয়।

গত ৪০ বছরে সেখানে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।১৯৬৫ সাল থেকে ২০০৫ সালের মধ্য ।

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর

উপরে