আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৫ ১৩:১৮

প্যারিসে বাতাক্লায় শ্রদ্ধা নিবেদন ঈগলস অফ ডেথ মেটালের

অনলাইন ডেস্ক
প্যারিসে বাতাক্লায় শ্রদ্ধা নিবেদন ঈগলস অফ ডেথ মেটালের

গত ১৩ নভেম্বর প্যারিসের বাতাক্লা কনসার্ট হলে মার্কিন রক ব্যান্ড ‘ঈগলস অফ ডেথ মেটালের’ কনসার্টে জঙ্গি হামলায় প্রাণ হারান প্রায় শত মানুষ। ঘটনাটির প্রায় এক মাস পর সেখানে ফিরে সেই দিনটির কথা স্মরণ করলো ব্যান্ড দলটি।

৮ ডিসেম্বর বাতাক্লা পরিদর্শনে গিয়েছিল ঈগলস অফ ডেথ মেটালের সদস্যরা। ১৩ নভেম্বর তাদের কনসার্ট চলাকালীন জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন ৮৯ জন মানুষ।

ব্যান্ডের ফ্রন্টম্যান জেসি হিউসের নেতৃত্বে বাতাক্লার সামনে নিহতদের স্মরণে ফুল রেখে যান দলটির সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে একে অপরকে আলিঙ্গন করে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।

ক্যালিফোর্নিয়াভিত্তিক এই রক ব্যান্ডটি প্যারিসে আবারও গান গান গেয়েছে সেদিন। একটি কনসার্টে আইরিশ ব্যান্ড ইউটুর সঙ্গে পারফর্ম করেন তারা।

১৩ নভেম্বর প্যারিসের বেশ কয়েকটি স্থানে একযোগে হামলা করে ইসলামিক স্টেট। এতে মারা যান ১৩০ জন মানুষ।

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে

উপরে