আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫৪

স্থির চিত্রে চেন্নাইয়ের বন্যা

অনলাইন ডেস্ক
স্থির চিত্রে চেন্নাইয়ের বন্যা

তামিল নাড়ু এখন জুঝছে জলাবদ্ধতায় সৃষ্ট বন্যার সঙ্গে। শতাব্দীর সর্বোচ্চ ভারিবর্ষণে ভারতের চেন্নাই এখন জলময়। তারই কিছু সচিত্র বর্ণণা উঠে এসেছে বিবিসির এক চিত্র প্রতিবেদনে।  

এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ২৬০ জন।

সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্ংস্থা অন্তত ৭ হাজার জলবন্দি মানুষকে সরিয়ে নিয়েছে

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানায়, এখানে মানুষ কয়েকদিন ধরে না খেয়ে আছে। পানিতে ভেসে গেছে তার সবকিছু।

৯ দশমিক ৬ মিলিয়ন জনগোষ্ঠির চেন্নাই এমন পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলোনা।

আবহাওয়া আফিস বলছে অন্তত আরও দুদিন চলবে মুষলধারে বৃষ্টি।

ওই এলাকার সবচেয়ে বড় বিমানবন্দর এখন পরিণত হয়েছে পুকুরে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর শঙ্কায় শহরে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

প্রায় ৬২ হাজার মানুষকে সহায়তা দিতে সরকার ৯৭টি ত্রাণ ক্যাম্প করেছে।

সরকার প্রধান নরেন্দ্র মোদি ঘটনার ভয়াবহতা দেখে মর্মাহত হয়েছেন।  

সংশ্লিষ্ট সংবাদ

উপরে