আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ১৫:১১

জলমগ্ন তামিলনাড়ুতে নিহত ১৮৮

অনলাইন ডেস্ক
জলমগ্ন তামিলনাড়ুতে নিহত ১৮৮

তামিলনাড়ুতে বিপর্যস্ত জনজীবন। ভারতের এক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে কয়েকদিনের বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে এ পর্যন্ত তামিলনাড়ুতে ১৮৮ জন নিহত হয়েছেন।

পুদুচেরি, চেন্নাই, তিরুভেল্লুর, কাঞ্চিমপুরমসহ রাজ্যের উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি জেলা পানির নিচে। ভেঙ্গে পড়েছে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা।

পরিস্থিতিতে আরো খারাপ হতে পারে জানিয়ে চেন্নাই আবহাওয়া দফতর বলেছে, আগামী চার দিন চেন্নাইসহ তামিলনাড়ুর বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আরও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ব্যাহত হচ্ছে বিমান চলাচলও। নির্ধারিত বহু বিমান ও ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, অতিরিক্ত বৃষ্টিতে জলমগ্ন চেন্নাই বিমানবন্দর। রানওয়েতে পানি ঢুকে পড়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ঘুরিয়ে অন্যত্র নিয়ে যেতে বাধ্য হয়েছেন বিমানচালকরা। বিমান পরিসেবা চালু হওয়ার অপেক্ষায় বিমানবন্দরেই দিনভর আটকে ছিলেন প্রায় ৪০০ যাত্রী।

নানা জায়গায় ডুবেছে রেল লাইনও। পরিস্থিতি আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আগামী কয়েক দিন জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলায় পুলিশ, দমকল, উপকূলরক্ষী বাহিনীসহ বিভিন্ন বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেছেন তিনি।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রায় তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। এক মাসে চেন্নাইয়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত তিন মাসে হয়। গত কয়েক দিনের বৃষ্টিপাত ভেঙে দিয়েছে এক শতকের বৃষ্টির রেকর্ড।

বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম/একে

উপরে