আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ১২:৩২

চীনে ধুলো-কাদা মাখা গাড়ি দেখলেই জরিমানা

অনলাইন ডেস্ক
চীনে ধুলো-কাদা মাখা গাড়ি দেখলেই জরিমানা

শহরের ভাবমূর্তি উন্নত করতে উদগ্রীব হয়ে পড়েছেন চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরের নগরকর্তারা। সেই লক্ষ্যে তারা প্রথমেই টার্গেট করছেন শহরের গাড়ি চালকদের।

গাড়ির গায়ে বা চাকায় কোনো কাদা থাকলে জায়গায় ১০০ ইউয়ান (১৬ মার্কিন ডলার) জরিমানা করা হচ্ছে। তবে গাড়ির নম্বর প্লেট যদি ধুলো-কাদায় অস্পষ্ট দেখা যায়, তাহলে জরিমানা বেড়ে যাচ্ছে। শুধু জরিমানাই নয়, সাথে সাথেই আবার ঐ ময়লাকাদা গাড়ি পরিষ্কার করতে হচ্ছে চালকদেরকেই।

বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে এ জানা  তথ্য যায় । 

এছাড়া গাড়িতে কোথাও ভাঙাচোরা থাকলে বা রং চটে গেলে জরিমানা হবে কয়েক গুণ। এই জরিমানা ৫০০ ইউয়ান থেকে ২০০০ ইউয়ান পর্যন্ত গড়াচ্ছে।

তবে বৃষ্টি বা তুষারপাতের কারণে কাদা লাগলে মাফ করা হচ্ছে।

নগর কর্তারা বলছেন, অপরিচ্ছন্ন, ভাঙাচোরা বা রঙচটা গাড়ির কারণে শহরের চেহারা নষ্ট হচ্ছে।

এই সিদ্ধান্তে বহু মানুষ ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোতে নানজিংয়ের নগর কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হয়েছে।

অনেকে আবার লিখছেন নগর কর্তৃপক্ষ আসলে মানুষের পকেট থেকে কিছু টাকা নিয়ে নিতে চাইছে।

তারা বলছেন, শহরের বাতাসের দূষণ নিয়ে তো নগর কর্তাদের কোনা মাথাব্যথা নেই।

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর/জেডএম

 

উপরে