আপডেট : ৩০ নভেম্বর, ২০১৫ ১১:২১

নিহতদের প্রতি শ্রদ্ধা ও নতমস্তকে নিরবতা পালন করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
নিহতদের প্রতি শ্রদ্ধা ও নতমস্তকে নিরবতা পালন করলেন ওবামা

জলবায়ু সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবতরন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।প্যারিসে নেমেই তিনি ছুটে গেছেন থিয়েটার হল বাতাক্লঁয়ে।দু’সপ্তাহ আগে এখানটায় ঘটে গেছে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা।সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় ৯০ জন প্রাণ হারায়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  
১৩ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে বাতাক্লঁ কনসার্ট হল পরিদর্শন করেন ওবামা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে নিয়ে সেখানে যান তিনি।

নিহতদের প্রতি সাদা গোলাপ অর্পন করে শ্রদ্ধা জানান ওবামা এবং বেশকিছুক্ষণ নতমস্তকে নিরবতা পালন করেন।
গত ১৩ নভেম্বর প্যারিসে ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় জঙ্গিরা।এসব হামলায় ১৩০ জন নিহত ও তিন শতাধিক আহত হন। এর মধ্যে ৯০ জনই নিহত হন বাতাক্লঁয়ে।হামলার পরদিন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)দায় স্বীকার করে নেয়।
আজ ৩০ নভেম্বর থেকে প্যারিসে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সম্মেলনে প্রায় দেড়শ দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন।

বিডিটাইমস৩৬৫/আরআর

উপরে