আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ১৪:০৫

যুদ্ধবিমানটি রাশিয়ার জানতো না তুরস্ক

অনলাইন ডেস্ক
যুদ্ধবিমানটি রাশিয়ার জানতো না তুরস্ক
ছবি: সিএনএন

রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার আগে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তার একটি অডিও প্রকাশ করেছে তুরস্কের সেনাবাহিনী।

বুধবার রাতে সিএনএন এ সংক্রান্ত একটি অডিও প্রকাশ করে।

বুধবার (নভেম্বর ২৫) এক বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী জানায়, সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী লাতাকিয়ায় ভূপাতিত যুদ্ধবিমানটি যে রাশিয়ার, তা আসলে তুরস্ক জানতো না ।

বিমানটি রাশয়িার জানলে ভূপাতিত নয়, বরং সবধরনের সহায়তা দেওয়া হতো বলেও দাবি করেছে তুর্কি কর্তৃপক্ষ।

তবে বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার হওয়া রুশ বিমানের পাইলট কনস্তানতিন মুরাখতিনের দাবি, হামলার আগে তুরস্কের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

বুধবার সিরিয়ায় রুশ হেমেইমিম বিমানঘাঁটিতে রাশিয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কোনোভাবেই তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেননি বলেও দাবি করেন।

এর পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তার অডিওটি প্রকাশ করে তুর্কি কর্তৃপক্ষ।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর/একে

উপরে