আপডেট : ২৪ নভেম্বর, ২০১৫ ১২:০৭

বিশ্ব ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
বিশ্ব ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

বিশ্ব ভ্রমণে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিলো যুক্তরাষ্ট্র।বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় প্রেক্ষিতে এমন পরামর্শ দিলো যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এমন সতর্কবার্তা জারি করা হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ সতর্কবার্তা বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
,
এতে মার্কিন নাগরিকদের গণপরিবহন ব্যবহার, নাট্যশালা এবং ক্রীড়া অনুষ্ঠানে যাওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

প্যারিসের বিভিন্ন জায়গায় এবং প্রতিবেশী রাষ্ট্র বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসীরা ১৩০ জনকে হত্যা করার ১০ দিন পরে মার্কিন কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করলো।

 

মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বিবিসি বলেছেন, ‘নির্দিষ্ট করে কেবল মার্কিন নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করা হবে এটি বিশ্বাস করার কোনো কারণ নেই।’

বিডিটাইমস৩৬৫ডটকম/ রোকনুজ্জামান রনি   

 

 

 

উপরে