ব্লাটার-প্লাতিনি নিষিদ্ধ | BD Times365 ব্লাটার-প্লাতিনি নিষিদ্ধ | BdTimes365
logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৫ ১৮:২৫
ব্লাটার-প্লাতিনি নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক

ব্লাটার-প্লাতিনি নিষিদ্ধ

ফিফা বস ব্লাটার এবং উয়েফা বস প্লাতিনিকে আট বছরের নির্বাসনে পাঠাল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নৈতিক কমিটি। এই আট বছরে ফুটবল এবং ফুটবল সংশ্লিষ্ট সবকিছু থেকে দুরে থাকতে হবে তাদের।

২০১১ সালে সেপ ব্লাটার প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দিয়েছিলো। আর তাতেই ফাঁসলেন দুজনে।

ফুটবল সংস্থা ফিফা’র নৈতিক কমিটি ব্লাটার এবং প্লাতিনির ক্ষমতা অপব্যাবহারের প্রমাণ খুঁজে পেয়েছে। তবে দুজনই তাদের এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বিবিসি’র খবরে জানানো হয়, নিষেধাজ্ঞা শিগগির বলবৎ করা হবে।এছাড়াও ব্লাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

৭৯ বছর বয়ষ্ক ব্লাটার ১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ৬০ বছর বয়সী প্লাতিনি ২০০৭ সাল থেকে উয়েফা’র নীতি নির্ধারক মহলের সঙ্গে জড়িয়ে আছেন।

ব্লাটারের এক মুখপাত্র বিবিসিকে জানান, ব্লাটার তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন। ধারণা করা হচ্ছে প্লাতিনিও একই পদাঙ্ক অনুসরণ করবেন।

ব্লাটার আগামী ফেব্রুয়ারির সভাপতি নির্বাচনের আগেই ফিফা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল ফ্রান্সের সাবেক ফুটবল তারকা মিশেল প্লাতিনিকে।

বিডিটাইমস৩৬৫/পিএম/একে