৮ জানুয়ারি বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসর | BD Times365 ৮ জানুয়ারি বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসর | BdTimes365
logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৮:০৪
৮ জানুয়ারি বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসর
অনলাইন ডেস্ক

৮ জানুয়ারি বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসর

আগামী বছরের ৮ জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর।

এবারের আসরে বাংলাদেশের জাতীয় দল এবং অনূর্ধ্ব-২৩ দলসহ অংশ নিচ্ছে মোট আটটি দল। আর বিদেশী দল হিসেবে থাকছে নেপাল, শ্রীলঙ্কা, বাহরাইন, কম্বোডিয়া, মালয়েশিয়া ও মালদ্বীপ।

গ্রুপ পর্বের ম্যাচ হবে দুই ভেন্যু-- সিলেট ও ঢাকায়। উদ্বোধনী ম্যাচসহ একটি সেমিফাইনাল সিলেটে এবং ফাইনাল ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। 

এর আগে প্রায় ১৫ বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারিতে হয় টুর্নামেন্টের তৃতীয় আসর। ছয়টি দল অংশ নিলেও টুর্নামেন্টটি পেয়েছিল দর্শক জনপ্রিয়তা। তাই টুর্নামেন্ট শেষে বাফুফেও প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিবছর এই আসর আয়োজনের।

১৯৯৬ সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু কাপ নামে টুর্নামেন্টটি শুরু করেছিল তখনকার ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। দ্বিতীয় আসর হয়েছিল ১৯৯৯ সালে। এরপর আর টুর্নামেন্টটি আলোর মুখ দেখেনি দীর্ঘ সময় পর্যন্ত।

বাফুফে কার্যনির্বাহী কমিটি ২০০৯ সালে উদ্যোগ গ্রহণ করেছিল টুর্নামেন্টটি মাঠে গড়ানোর। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তখন পারা যায়নি।

গত আসরে বাংলাদেশ ফাইনালে উঠলেও ৩-২ গোলে হেরে গিয়েছিল মালয়েশিয়ার বিপক্ষে। টুর্নামেন্ট শেষ হবে ১৮ জানুয়ারি।

বিডিটাইমস ৩৬৫ ডটকম/একে