মালয়েশিয়ায় বিজয় দিবস পালন | BD Times365 মালয়েশিয়ায় বিজয় দিবস পালন | BdTimes365
logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৭:৩৯
মালয়েশিয়ায় বিজয় দিবস পালন
মালয়েশিয়া থেকে মোস্তফা ইমরান

মালয়েশিয়ায় বিজয় দিবস পালন

শত ব্যস্ততার মাঝেও প্রবাসে বিজয় দিবস পালন করলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

(১৮ ডিসেম্বর) শুক্রবার কুয়ালালামপুরের সান্দার-ইন হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়। হুমায়ন   কবির   ও   মিনহাজ উদ্দিন মিরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাজহারুল ইসলাম। এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের   আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নুরজাহান মুক্তা।  

তিনি বলেন, ‘দেরিতে হলেও আমরা এখন স্বাধীনতার সুফল পেতে শুরু করেছি। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। যেসব প্রকল্প বর্তমান সরকার হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে পুরো দেশের চেহারাই পরিবর্তন হয়ে যাবে। বর্তমান   সরকার   ক্ষমতায় আসার পর বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন   মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক ওহিদুর রহমান ওহিদ। উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি এম   আর   জামিল   হোসেন   নাসির,  মো.   আবুল কালাম।

জামিল হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের   বিচারের   কাঠগড়ায়   দাড় করাতে   স্বক্ষম   হয়েছি,   বেশ   কয়েকজন   শীর্ষ যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হয়েছে। বৃহৎ ঐক্যের মাধ্যমে   জনগণকে   সম্পৃক্ত   করে   বর্তমান   সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও উপস্থিত   ছিলেন   রাশেদ   বাদল,   মাহতাব খন্দকার,   মোস্তফা   তালুকদার,   হাফিজুর   রহমান ডাবলু, এ কামাল চৌধুরী, শওকত হোসেন পান্না, কবি   আলমগীর   হোসেন,   যুবলীগের   আহ্ববায়ক তাজকীর   আহমেদ,   আবু   হানিফ,   মানছুর   আল বাশার সোহেল, জহিরুল ইসলাম, বিজন মজুমদার, রেজাউল   হক   লায়ন,   কাজল   মোল্লা,   শফিকুর   রহমান রাজু, মালয়েশিয়া শ্রমিকলীগের যুগ্ন-আহবায়ক   শাহ   আলম   হাওলাদার,   মাজহারুল ইসলাম,   ছাত্রলীগের   কবিরুজ্জামান   জীবন,   শেখ আরমান   হুসাইন,   রাফি   সাদিক,   শাহীন পাটোয়ারি,   মিতুন   ঘোষসহ   মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী   সংগঠনের নেতাকর্মীরা।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম