ভারতীয় হাইকিশনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে সোয়াইকা | BD Times365 ভারতীয় হাইকিশনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে সোয়াইকা | BdTimes365
logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৩:৩১
ভারতীয় হাইকিশনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে সোয়াইকা
অনলাইন ডেস্ক

ভারতীয় হাইকিশনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে সোয়াইকা

পঙ্কজ চলে যাওয়ায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন সদ্য বাংলাদেশে আসা ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা।

শনিবার (১৯ ডিসেম্বর) নয়াদিল্লি ফিরে যান পঙ্কজ শরণ। সেখান থেকে তিনি যাবেন রাশিয়ার হাইকমিশনের দায়িত্ব নিয়ে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে দায়িত্ব বুঝে নিতে বাংলাদেশে আসছেন নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

ভারতীয় হাইকমিশনের আসার আগে সোয়াইকা নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিভাগের পরিচালক ছিলেন। তার আগে তিনি বেইজিং, সোফিয়া এবং মস্কোতে ভারতীয় দূতাবাসে কাজ করেছেন।

রসায়নে সোয়াইকার পিএইচডি ডিগ্রী রয়েছে, অনর্গল কথা বলতে পারেন হিন্দি, বাংলা ও রাশিয়ান ভাষায়।

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর