মেয়েদের উচ্চশিক্ষায় জর্জ ক্লুনি-পত্নীর বৃত্তি | BD Times365 মেয়েদের উচ্চশিক্ষায় জর্জ ক্লুনি-পত্নীর বৃত্তি | BdTimes365
logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১২:৫৭
মেয়েদের উচ্চশিক্ষায় জর্জ ক্লুনি-পত্নীর বৃত্তি
বিডিটাইমস ডেস্ক

মেয়েদের উচ্চশিক্ষায় জর্জ ক্লুনি-পত্নীর বৃত্তি

লেবাননের মেয়েদের উচ্চশিক্ষার জন্য বৃত্তির সুযোগ করে দিলেন হলিউড তারকা জর্জ ক্লুনির স্ত্রী আমাল।

পেশায় আইনজীবী আমাল নিজের দেশ লেবাননের কিশোরীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে নিজের নামে এই বৃত্তি চালু করতে যাচ্ছেন। প্রতি বছর লেবাননের একজন করে মেধাবী কিশোরী এই বৃত্তি পাবে। তার সাহায্যে আর্মেনিয়ার একটি কলেজে উচ্চশিক্ষার সমস্ত সুযোগ পাবে সে। এক বিবৃতিতে আমাল বলেছেন, ‘‘এই বৃত্তি লেবাননের মেধাবী মেয়েদের জীবনে নতুন সুযোগ এনে দেবে।’’

তাঁর এই কাজের জন্য সঙ্গে পেয়েছেন ‘১০০ লাইভস’ নামে একটি সংস্থাকে। ওই সংস্থা আর্মেনিয়ার গণহত্যার ঘটনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে। সেই সংস্থার সঙ্গে অবশ্য যুক্ত রয়েছেন আমালের তারকা-স্বামীও। আগামী বছর থেকে আর্মেনিয়ায় দশ লক্ষ মার্কিন ডলার অর্থমূল্যের পুরস্কার দেবেন ক্লুনি।

বিডিটাইমস৩৬৫.কম/এনএইচএ