ঘূর্ণিঝড়ের আঘাতে বিচ্ছিন্ন নিউ সাউথ ওয়েলস | BD Times365 ঘূর্ণিঝড়ের আঘাতে বিচ্ছিন্ন নিউ সাউথ ওয়েলস | BdTimes365
logo
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৪
ঘূর্ণিঝড়ের আঘাতে বিচ্ছিন্ন নিউ সাউথ ওয়েলস
আন্তর্জাতিক ডেস্ক

ঘূর্ণিঝড়ের আঘাতে বিচ্ছিন্ন নিউ সাউথ ওয়েলস

স্মরণকালের সবচেয়ে দ্রুতগতির ঘূর্ণিঝড়ের আঘাতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিডনির নিউ সাউথ ওয়েলস।

বুধবার দক্ষিণ বোটানি বেতে ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘন্টায় ২১৩ কি.মি.।

আবহাওয়া অধিদপ্তরকে উধৃত করে বিবিসি বলছে, এটি ছিল সবচেয়ে দ্রুত গতির ঘূর্ণিঝড়।

বাতাসের আঘাত জনিত কারণে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং অন্যরা এ ঘটনায় হতবিহবল হয়ে পড়েছে । নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স বিভাগের মুখপাত্র বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

সিডনি বিমান বন্দর খোলা রয়েছে তবে খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর/একে