মোবাইল ফোনও নিবন্ধন করতে হবে ফেব্রুয়ারি থেকে | BD Times365 মোবাইল ফোনও নিবন্ধন করতে হবে ফেব্রুয়ারি থেকে | BdTimes365
logo
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৫ ১২:৫৭
মোবাইল ফোনও নিবন্ধন করতে হবে ফেব্রুয়ারি থেকে
বিডিটাইমস ডেস্ক

মোবাইল ফোনও নিবন্ধন করতে হবে ফেব্রুয়ারি থেকে

আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল ফোন নিবন্ধনের জন্য বিটিআরসি নির্দেশনা দেবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

১৬ ডিসেম্বর বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে মোবাইল সিমকার্ড নিবন্ধনে আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির উদ্বোধনকালে একথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “ফেব্রুয়ারি থেকে গ্রাহকের হাতের মোবাইল ফোনটিও রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য নির্দেশনা দেবে বিটিআরসি।” চারসপ্তাহ আগে তিনি এ বিষয়ে জানিয়েছিলেন।

তারানা বলেন, ‘মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম নিবন্ধন ও আইএমইআই নম্বর নিবন্ধন জরুরি। সিম নিবন্ধন শেষ হলে মানুষের অর্ধেক নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা মানুষকে পূর্ণ নিরাপত্তা দিতে চাই। এজন্য আইএমইআই নিবন্ধন করতে হবে। না হলে নিরাপত্তার দিকটি অসম্পূর্ণ থেকে যাবে।’

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী এসময় উপস্থিত ছিলেন।

 

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে